Onek Ratri Eka Eka

অনেক রাত্রি একা একা হাঁটছি
একা একা চলছি, কেউ নেই, কেউ নেই
পূর্ণিমা রাত্রি একা একা হাঁটছি
একা একা চলছি, সবাই ঘুমিয়ে

তোমায় আমি ভুলবো না
তোমার স্মৃতি মুছে ফেলবো না
তোমায় আমি ভুলবো না
যদিও বহু দূরে

অনেক রাত্রি একা একা হাঁটছি
একা একা চলছি, কেউ নেই, কেউ নেই

তোমায় আমি ভুলবো না
তোমার স্মৃতি মুছে ফেলবো না
তোমায় আমি ভুলবো না
যদিও বহু দূরে

সূর্য উঠবে, কবে যে উঠবে
পাখিরা ডাকবে, তবুও পথ চলবো
পূর্ণিমা রাত্রি একা একা হাঁটছি
একা একা চলছি, কেউ নেই, কেউ নেই

তোমায় আমি ভুলবো না
তোমার স্মৃতি মুছে ফেলবো না
তোমায় আমি ভুলবো না
যদিও বহু দূরে

তোমায় আমি ভুলবো না
তোমার স্মৃতি মুছে ফেলবো না
তোমায় আমি ভুলবো না
তোমার স্মৃতি মুছে ফেলবো না

তবুও থেমে থাকবো না
কখনো পিছু ফিরে দেখবো না
তবুও থেকে থাকবো না
কখনো পিছু ফিরে দেখবো না

তোমায় আমি ভুলবো না
তোমার স্মৃতি মুছে ফেলবো না
তোমায় আমি ভুলবো না



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link