Amar Kancha Pirit

পাকতে দিলে না
পাকতে দিলে না
আমার কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিলে না
আমার কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিলে না

কোন অভাগী নজরা দিলে
কোন অভাগী নজরা দিলে
পিরিত পোকায় কাটলে আর বাড়ে না

কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিলে না
আমার কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিলে না

বিচ্ছেদ-ছুরি কে হানিলো?
বিচ্ছেদ-ছুরি কে হানিলো? আমার তারে হরে নিলো
বিচ্ছেদ-ছুরি কে হানিলো? আমার তারে হরে নিলো
হরে নিলো, হরে নিলো গো
বিচ্ছেদ-ছুরি কে হানিলো? আমার তারে হরে নিলো

সাধের ভরা ডুবিয়ে দিলো
সাধের ভরা ডুবিয়ে দিলো, ধর্মে সইবে না গো

পাকতে দিলে না
আমার কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিলে না

কোন অভাগী নজরা দিলে
কোন অভাগী নজরা দিলে
কোন অভাগী নজরা দিলে
পিরিত পোকায় কাটলে আর বাড়ে না, বাড়ে না, বাড়ে না

কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিলে না
আমার কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিলে না
আমার কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিলে না



Credits
Writer(s): Traditional, Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link