Mone Pore Tomay Bare Bar

মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে তোমার সাথে আমার প্রথম দেখা

কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার

তুমি ভরদুপুরে দাঁড়িয়ে ছিলে
আমি জানলা খুলে উঁকি দিয়েছি
তুমি আমার দিকে যখন তাকালে
আমি তোমায় দেখে মুগ্ধ হয়েছি

মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে তোমার সাথে আমার প্রথম দেখা

কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার



Credits
Writer(s): Ahmed Shobuj
Lyrics powered by www.musixmatch.com

Link