19 Kingba Kuri

দেয়াল ঘড়িতে ১১টা বেজে ২০
জানালার কাছে রাত জাগে একা ঊর্মিলা চৌধুরী
দেয়াল ঘড়িতে ১১টা বেজে ২০
জানালার কাছে রাত জাগে একা ঊর্মিলা চৌধুরী

উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি
তখন আমার বয়স হয়তো ১৯ কিংবা ২০
উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি
তখন আমার বয়স হয়তো ১৯ কিংবা ২০

মনে আছে আজও সেই নায়িকার ব্যথা
ঢেউ তুলেছিলো আমার তরুণ প্রাণে
মনে আছে আজও সেই নায়িকার ব্যথা
ঢেউ তুলেছিলো আমার তরুণ প্রাণে
আমার রাতের ঘুম করেছিলো চুরি
আমার রাতের ঘুম করেছিলো চুরি

তখন আমার বয়স হয়তো ১৯ কিংবা ২০

জানি না কোথায় হারিয়ে গিয়েছে সেই কাব্যের কবি
আর উপন্যাসের নায়িকা সেই যে ঊর্মিলা চৌধুরী
জানি না কোথায় হারিয়ে গিয়েছে সেই কাব্যের কবি
আর উপন্যাসের নায়িকা সেই যে ঊর্মিলা চৌধুরী

মনে পড়ে না তো সেই গল্পের শেষে
কী যে ঘটেছিলো সেই রাত অবসানে
মনে পড়ে না তো সেই গল্পের শেষে
কী যে ঘটেছিলো সেই রাত অবসানে
ঘড়ির কাঁটাও পথ দিয়েছিলো পাড়ি
ঘড়ির কাঁটাও পথ দিয়েছিলো পাড়ি

তখন আমার বয়স হয়তো ১৯ কিংবা ২০

দেয়াল ঘড়িতে ১১টা বেজে ২০
জানালার কাছে রাত জাগে একা ঊর্মিলা চৌধুরী
দেয়াল ঘড়িতে ১১টা বেজে ২০
জানালার কাছে রাত জাগে একা ঊর্মিলা চৌধুরী

উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি
তখন আমার বয়স হয়তো ১৯ কিংবা ২০



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link