Moter Bebodhan

সিদ্ধান্ত নিতে আমি পারিনি
কোন পথ বেঁচে নেয়া হবে ঠিক
আমার জীবনে তোমাকে জড়াবো
নাকি একা থাকাটা হবে সঠিক

কাছে ডেকে আবার ছুঁড়ে ফেলে দাও
রক্তের লাল রঙে আমাকে রাঙাও
পারবো না বয়ে বেড়াতে, ব্যথা অধিক
পারবো না বয়ে বেড়াতে, ব্যথা অধিক

দু'জনার মাঝে হয় যদি মতের ব্যবধান
কেটে যায় যত ভালোবাসার টান
তুমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিলে
আমি বেছে নেবো বলো কোন দিক

কাছে ডেকে আবার ছুঁড়ে ফেলে দাও
রক্তের লাল রঙে আমাকে রাঙাও
পারবো না বয়ে বেড়াতে, ব্যথা অধিক
পারবো না বয়ে বেড়াতে, ব্যথা অধিক

ভালোবাসার থাকতো যদি জ্যামিতিক সমাধান
সব ভাগ নিতাম দু'জনে সমান
তুমি আবদ্ধ হলে পোশাকী ভালোবাসায়
আমি হয়ে থাকবো নিঃশব্দ প্রতীক

কাছে ডেকে আবার ছুঁড়ে ফেলে দাও
রক্তের লাল রঙে আমাকে রাঙাও
পারবো না বয়ে বেড়াতে, ব্যথা অধিক
পারবো না বয়ে বেড়াতে, ব্যথা অধিক



Credits
Writer(s): Din Islam Sharuk
Lyrics powered by www.musixmatch.com

Link