Amar Gram

ইতনা গ্রামে আছে সব, ইতনা গ্রামে
তোমার সকল চাওয়া পাওয়ার ইচ্ছে যেখানে।

ইতনা গ্রামে আছে সব, ইতনা গ্রামে
তোমার সকল চাওয়া পাওয়ার ইচ্ছে যেখানে।

ওরে সবুজ শ্যামল ভরা সে যে
রূপের নাইতো শেষ ।
নামটি তাহার ইতনা গ্রাম রূপে গুনে বেশ।

ইতনা গ্রামে আছে সব, ইতনা গ্রামে
তোমার সকল চাওয়া পাওয়ার ইচ্ছে যেখানে।

ইতনা গ্রামে আছে সব, ইতনা গ্রামে
তোমার সকল চাওয়া পাওয়ার ইচ্ছে যেখানে।

ও হো হো ও হো হো, লা লা লা, লালা লালা লা

এথাই আছে নদী নামটি মধুমতি
ইলিশ মাছ আর বোয়াল সেথাই আছে ভরি ভরি ।
আছে স্কুল মাট সবুজ ঘেরা ঘাষ
খেলাধুলা আড্ডা চলে সারা দিন কি রাত।
ওরে এমন সোনার গ্রাম খুজে পাবে না তুমি
এসে দেখে যাও সে যে আমার জন্মভুমি ।

ইতনা গ্রামে আছে সব, ইতনা গ্রামে
তোমার সকল চাওয়া পাওয়ার ইচ্ছে যেখানে।

ইতনা গ্রামে আছে সব, ইতনা গ্রামে
তোমার সকল চাওয়া পাওয়ার ইচ্ছে যেখানে।

ও হো হো ও হো হো, লা লা লা, লালা লালা

মানবতার শিক্ষাতে পূর্ন এই প্রাণ
ইতিহাসের পাতায় মোড়া আমার সোনার গ্রাম ।
৭১ এর চেতনা ঝড় তোলে মনে
স্বরণ করি তাদের যারা স্বাধীন করলো দেশ ।

ইতনা গ্রামে আছে সব, ইতনা গ্রামে
তোমার সকল চাওয়া পাওয়ার ইচ্ছে যেখানে।

ইতনা গ্রামে আছে সব, ইতনা গ্রামে
তোমার সকল চাওয়া পাওয়ার ইচ্ছে যেখানে।



Credits
Writer(s): Mahmud Sheikh, Md Abdulla Mamun
Lyrics powered by www.musixmatch.com

Link