Ari

বুকটা ভরা কষ্ট নিয়ে সাগর দেবো পাড়ি
বুকটা ভরা কষ্ট নিয়ে সাগর দেবো পাড়ি
তোমার সাথে আড়ি, বন্ধু, তোমার সাথে আড়ি
তোমায় দিলাম আড়ি, বন্ধু, তোমায় দিলাম আড়ি

বুকটা ভরা কষ্ট নিয়ে সাগর দেবো পাড়ি
বুকটা ভরা কষ্ট নিয়ে সাগর দেবো পাড়ি
তোমার সাথে আড়ি, বন্ধু, তোমার সাথে আড়ি
তোমায় দিলাম আড়ি, বন্ধু, তোমায় দিলাম আড়ি

ভালোবাসার কোন ভাষাটা, বুঝতেই দিলে না
গানে গানে মন মজালে, সুর তো মেলে না
কোনটা ছিল মুখের ভাষা, কোনটা ছিল ভালোবাসা
জানতে না যে পারি আমি, জানতে নাহি পারি

তোমার সাথে আড়ি, বন্ধু, তোমার সাথে আড়ি
তোমায় দিলাম আড়ি, বন্ধু, তোমায় দিলাম আড়ি

ভালোবাসার ভাগাভাগি, অল্প কথায় রাগারাগি
কষ্ট তুমি যতই দিবে, ভুলতে আমার সহজ হবে
আমার পাল্লা হবেই ভারী, আমার পাল্লা হবে ভারী
আমার পাল্লা হবেই ভারী, আমার পাল্লা হবে ভারী

যতই বন্ধু থাকে দূরে, তারই কথা মনে পড়ে
ভুলতে যতই চেষ্টা করি, ভুলতে না যে পারি
কোনটা ছিল মুখের ভাষা, কোনটা ছিল ভালোবাসা
জানতে না যে পারি আমি, জানতে নাহি পারি

তোমার সাথে আড়ি, বন্ধু, তোমার সাথে আড়ি
তোমায় দিলাম আড়ি, বন্ধু, তোমায় দিলাম আড়ি

বুকটা ভরা কষ্ট নিয়ে সাগর দেবো পাড়ি
বুকটা ভরা কষ্ট নিয়ে সাগর দেবো পাড়ি
তোমার সাথে আড়ি, বন্ধু, তোমার সাথে আড়ি
তোমায় দিলাম আড়ি, বন্ধু, তোমায় দিলাম আড়ি

তোমার সাথে আড়ি, বন্ধু, তোমার সাথে আড়ি
তোমায় দিলাম আড়ি, বন্ধু, তোমায় দিলাম আড়ি

তোমার সাথে আড়ি, বন্ধু
তোমার সাথেই আড়ি



Credits
Writer(s): Raaz Hridoy
Lyrics powered by www.musixmatch.com

Link