Oshomoye

মন বুঝেনা শংশয়
এই অসময়ে কালো মেঘ হায়
আমি ভাবনায় হারিয়ে গভীরে
দেখি জীবনের শেষ অধ্যয়

মন বুঝেনা শংশয়
এই অসময়ে কালো মেঘ হায়
আমি ভাবনায় হারিয়ে গভীরে
দেখি জীবনের শেষ অধ্যয়

ধুরু বোকা এইডি চোখের ধোকা
আমি নিশি রাতে ডাকা ঝিঝি পোকা।
এই আকাবাকার ভিরে সরল রেখা আমি
থাকি আধারে নাই আলোর দেখা!
আমি রাস্তার ঘরছাড়া কিশোরের চোখে ভাল থাকার এক স্বপ্ন
কোন ক্ষুদার্থ এক অনাহারীর
দু বেলা দু মুঠো অন্ন!
আমি দুনিয়ার চোখে খুব নিকৃষ্ট
সমাজের চোখে জঘন্য
আমি সঠিক পথে হেটেও পথ ভ্রষ্ট
বিশাল হয়েও সমান্য।
আমি বুঝি না জীবনের মানে কি থেমে আছি কি জন্য?
আমি জীবন লইয়া করি যোগ বিয়োগ
ফলাফল আহে কে শূন্য?

মন বুঝেনা শংশয়
এই অসময়ে কালো মেঘ হায়
আমি ভাবনায় হারিয়ে গভীরে
দেখি জীবনের শেষ অধ্যয়

প্রতিদিন hustle
তুই ভাবিসনা জীবনের রাস্তা easy
God I feel chosen
এই রাস্তাটা খালি
তাও মনটা কেন ভারি

চুদিনা এলাকাবাসি
GOAT ভাবস যারে
সে GOAT নামে খাসি
দেখিনা rap করা রাশি
Rap করতে গেলে তোর flow লাগে বাশি

তুই আমি একসাথে present
তুই আমি একসাথে legend

জীবনের একি সেই কষ্ট
ভুল হইলেও শিখে যাই
ভুল গুলাই lesson

ফুটায় দে ১০০ vibe-এ
আমার নাই জীবনে বাক্স
পারলে তুই নকশাটা আঁকতো

মন বুঝেনা শংশয়
এই অসময়ে কালো মেঘ হায়
আমি ভাবনায় হারিয়ে গভীরে
দেখি জীবনের শেষ অধ্যয়



Credits
Writer(s): Ashikur Rehman Uchchas, Mohammad Masud, Zain Al Alam
Lyrics powered by www.musixmatch.com

Link