Aamaar Gaan (Live)

বলো গানের জন্য প্রাণ ধরি
না, প্রাণের তরে ধরি আমি গান?
বলো আমি ভাসাই খেয়া
নাকি খেয়া আপনি ভাসে সুরের টান?
বলো তুমি সখী
আমার ভগবান জানে কি আমার নাম?
যদি ডাকো তারে আমার তরে
কোন ঘরে সে করবে স্থান?
আমি তোমায় ভেবে, ঘর করেছি তার পথে
এক আঁধার রাতে তৃষ্ণা পেলে
দিও তাকে আমার গান।

আমি হাজার বছর কালো সেজেও
পেলাম না তার সাদার ভেদ
হাজার মরণ মরেও
আমি পাইনি খুঁজে বাঁচার বেদ।
সখী তোমার নামেই তাকে পূজি
তোমার সাধেই তাহার যোগ!
তোমার গানেই তাহার কথা!
তোমার সুখেই তাহার খোঁজ!

ভুল গাইছি বোধয়
নাকি এটা ও তাহার চাওয়ার ফল!
তোমার চোখের কালো এ
তাহার সুর পেয়েছি অবিকল!

বলো গানের জন্য প্রাণ ধরি
না, প্রাণের তরে ধরি আমি গান?
বলো আমি ভাসাই খেয়া
নাকি খেয়া আপনি ভাসে সুরের টান?
বলো তুমি সখী
আমার ভগবান জানে কি আমার নাম?
যদি ডাকো তারে আমার তরে
কোন ঘরে সে করবে স্থান?
আমি তোমায় ভেবে ঘর করেছি তার পথে
এক আঁধার রাতে - তৃষ্ণা পেলে
দিও তাকে আমার গান।



Credits
Writer(s): #abhikism
Lyrics powered by www.musixmatch.com

Link