Rajanigandha (feat. Debasmita Sarkar)

কেন মনে মনে যেন কিছু হয়
তোমাকে বলার খুঁজছি উপায়
হুঁমম
কেন মন আমার আনমনা হয়
শুধু তোমাকেই কাছে পেতে চায়
হুঁমম

কেন এভাবে আগলে ধরি
কেন তুমিও বুঝে বোঝো না
দেখো আমি যে মনে তোমাতে
কেন এদিকে চেয়ে দেখো না

তুমি আমার
তুমি আমার
তুমি আমার রজনীগন্ধা
তুমি আমার
তুমি আমার রজনীগন্ধা

আমি ক্লান্ত রাত
তুমি সেই বাতাস
এশে ছুঁয়ে চলে যাও
ধরে এই দুই হাত
আমি চাইছি আজ
তুমি সাথে থেকে যাও

কেন এভাবে আগলে ধরি
কেন তুমিও বুঝে বোঝো না
দেখো আমি যে মনে তোমাতে
কেন এদিকে চেয়ে দেখো না

তুমি আমার
তুমি আমার
তুমি আমার রজনীগন্ধা
তুমি আমার
তুমি আমার রজনীগন্ধা



Credits
Writer(s): Biswadeep Saha
Lyrics powered by www.musixmatch.com

Link