Ei Path Jodi Na Sesh Hoy

আ হা আহা হা, আ হা আহা হা
INSTRUMENTAL
লা লা লা লা লা - লা লা লা লা - লাল লা লা লা - লাল লা লা লা - লা লা লা
INSTRUMENTAL

এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলতো
-তুমিই বলো
এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো
লাল লা লা লা - লাল লা লা লা - লা লা লা
INSTRUMENTAL

কোন রাখালের, ঐ ঘর ছাড়া বাঁশিতে সবুজের
ঐ দোল দোল হাসিতে- রাখালের কোন ঘর ছাড়া বাঁশিতে সবুজের
ঐ দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলতো
-বলবোনা
হুঁউঁম, এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো
INSTRUMENTAL
লা লাল লা লা লা লালা, উহুঁ হুঁহুঁ হু হু হুঁ
INSTRUMENTAL

নীল আকাশের, ঐ দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে
আকাশের, ঐ দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়-
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলতো
-তুমিই বলো
এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো
INSTRUMENTAL



Credits
Writer(s): Hemant Kumar Mukherjee, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link