Aamre Tumi Asesh Korechho

আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব

কত যে গিরি, কত যে নদী তীরে
বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে
কত যে গিরি, কত যে নদী তীরে
বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে
কত যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব?
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব

তোমারই ওই অমৃতপরশে আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী
তোমারই ওই অমৃতপরশে আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী

আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস-বিভাবরী
আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস-বিভাবরী
হলো না সারা, কত না যুগ ধরি
কেবলই আমি লব

আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link