Dekhe Jare Maizbhandari

দেখে যা রে, মাইজভাণ্ডারে, দেখে যা রে...
দেখে যা রে, মাইজভাণ্ডারে হইতাছে নূরের খেলা

নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা
নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা

আল্লাহু-আল্লাহু রবে নানান বাদ্য শুনা যায়
গাউছুল আজম শব্দ-সুরে আশিকানে হুঁশ হারায়
আল্লাহু-আল্লাহু রবে নানান বাদ্য শুনা যায়
গাউছুল আজম শব্দ-সুরে আশিকানে হুঁশ হারায়

জিকিরেতে আকাশ বাতাস, জিকিরেতে...
জিকিরেতে আকাশ-বাতাস করে, "আল্লাহু-আল্লাহ"

নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা
নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা

খাঁটি মনে নূর-ই-মওলার যে করেছে জিয়ারত
দিলের পর্দা খুলে যাবে, এই হবে তার ইবাদত
খাঁটি মনে নূর-ই-মওলার যে করেছে জিয়ারত
দিলের পর্দা খুলে যাবে, এই হবে তার ইবাদত

অন্ধকারে ডাকবি তাঁরে, অন্ধকারে...
অন্ধকারে ডাকবি তাঁরে, না হইলে তোর দিল খোলা

নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা
নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা

দিন থাকিতে গফুর পাগলা, গেলি না তুই মাইজভাণ্ডার
ঘুচলো না তোর মনের কালি, কই পাইলি মওলার দিদার
দিন থাকিতে গফুর পাগলা, গেলি না তুই মাইজভাণ্ডার
ঘুচলো না তোর মনের কালি, কই পাইলি মওলার দিদার

যাইতি যদি মোরাকাবায়, যাইতি যদি...
যাইতি যদি মোরাকাবায়, হইতো রে তোর দিল পুরা

নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা
নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা

দেখে যা রে, মাইজভাণ্ডারে, দেখে যা রে...
দেখে যা রে, মাইজভাণ্ডারে হইতাছে নূরের খেলা

নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা
নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা

নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা
নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা
নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা
নূর-ই-মওলায় বসাইছে প্রেমের মেলা



Credits
Writer(s): Shireen Jawad
Lyrics powered by www.musixmatch.com

Link