Ekla Pothik

আমি একলা প্রিয় পথিক
কেন আমার পাশে হাঁটো?
আমার মেঘলা দিন-ই সঠিক
কেন রোদের ছায়া কাটো? (ছায়া কাটো, ছায়া কাটো)

আমি একলা প্রিয় পথিক
কেন আমার পাশে হাঁটো?
আমার মেঘলা দিন-ই সঠিক
কেন রোদের ছায়া কাটো? (ছায়া কাটো, ছায়া কাটো)

আমি আমায় রেখে দূরে
মাতি অন্য কোনো সুরে
আমার ধূসর অনুভবে
কেন রঙিন স্মৃতি বাঁটো?
কেন রঙিন স্মৃতি বাঁটো?
কেন রঙিন স্মৃতি বাঁটো?

আমি একলা প্রিয় পথিক
কেন আমার পাশে হাঁটো?
আমার মেঘলা দিন-ই সঠিক
কেন রোদের ছায়া কাটো?

আমার সুখেরা মৃত
আছি দুঃখ নিয়ে ভালো
আমার মরচে পড়া স্মৃতি
কেন মেশাও তুমি আলো

আমার সুখেরা মৃত
আছি দুঃখ নিয়ে ভালো
আমার মরচে পড়া স্মৃতি
কেন মেশাও তুমি আলো

আমি আমায় রেখে দূরে
মাতি অন্য কোনো সুরে
আমার ধূসর অনুভবে
কেন রঙিন স্মৃতি বাঁটো?
কেন রঙিন স্মৃতি বাঁটো?
কেন রঙিন স্মৃতি বাঁটো? (স্মৃতি বাঁটো, স্মৃতি বাঁটো)

আমার চিন্তা গুলো ভীত
যদি আকড়ে ধরে কেহ
আমার বেঁচে থাকা মানে
যেন প্রাণটা ছাড়া দেহ

আমার চিন্তাগুলো ভীত
যদি আকড়ে ধরে কেহ
আমার বেঁচে থাকা মানে
যেন প্রাণটা ছাড়া দেহ

আমি আমায় রেখে দূরে
মাতি অন্য কোনো সুরে
আমার ধূসর অনুভবে
কেন রঙিন স্মৃতি বাঁটো?
কেন রঙিন স্মৃতি বাঁটো?
কেন রঙিন স্মৃতি বাঁটো?

আমি একলা প্রিয় পথিক
কেন আমার পাশে হাঁটো?
আমার মেঘলা দিন-ই সঠিক
কেন রোদের ছায়া কাটো? (ছায়া কাটো, ছায়া কাটো)

আমি আমায় রেখে দূরে
মাতি অন্য কোনো সুরে
আমার ধূসর অনুভবে
কেন রঙিন স্মৃতি বাঁটো?
কেন রঙিন স্মৃতি বাঁটো?
কেন রঙিন স্মৃতি বাঁটো?



Credits
Writer(s): Bappa Majumder, Robiul Islam Jibon
Lyrics powered by www.musixmatch.com

Link