Jotota Dure

নীরবতা চিৎকার করে যায়
এসো না স্পর্শের আড়ালে
অবহেলা জানিয়ে যায়
হলো না নীলে জড়ালে

যতটা দূরে এ দৃষ্টি জুড়ে
শুধু তুমিহীনতা ছেয়ে রয়
কতটা পুড়ে ধোঁয়াশা ওড়ে
তবু তোমার অজানা হয়ে রয়

পায়ে পথের ধুলো, মুঠো ভরা আলো
যতদূর সাদাকালো পেরিয়ে
চেনা পথের বাঁকে মিছে স্বপ্ন এঁকে
অগোছালো এলোমেলো দুজনে দুপথে

থাকবে না পিছুটান
রাখবো না অভিমান
যাচ্ছি ফিরে

যতটা দূরে এ দৃষ্টি জুড়ে
শুধু তুমিহীনতা ছেয়ে রয়
কতটা পুড়ে ধোঁয়াশা ওড়ে
তবু তোমার অজানা হয়ে রয়

নীরবতা চিৎকার করে যায়
এসো না স্পর্শের আড়ালে
অবহেলা জানিয়ে যায়
হলো না নীলে জড়ালে

যতটা দূরে এ দৃষ্টি জুড়ে
শুধু তুমিহীনতা ছেয়ে রয়
কতটা পুড়ে ধোঁয়াশা ওড়ে
তবু তোমার অজানা হয়ে রয়

যতটা দূরে এ দৃষ্টি জুড়ে
শুধু তুমিহীনতা ছেয়ে রয়
কতটা পুড়ে ধোঁয়াশা ওড়ে
তবু তোমার অজানা হয়ে রয়



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link