Dukkho Volar Din

আজ দুঃখ ভোলার দিন
আজ মন হবে যে রঙিন
আজ প্রাণ খুলে শুধু গান হবে
সুখ হবে সীমাহীন

আজ দুঃখ ভোলার দিন
আজ মন হবে যে রঙিন
আজ প্রাণ খুলে শুধু গান হবে
সুখ হবে সীমাহীন

চলো দু'জনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান
আজ নেই তো পিছুটান

পাখিরা গান করে আজ, নদীতে ঢেউ
হাতে হাত রেখে হাঁটি, জানবে না তো কেউ
পাখিরা গান করে আজ, নদীতে ঢেউ
হাতে হাত রেখে হাঁটি, জানবে না তো কেউ
তুমি বলো হাঁটতে তোমার ভালো লাগে না

চলো দু'জনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান
আজ নেই তো পিছুটান

আকাশে মেঘ জমেছে, ঝরছে অঝোর
দূরে কেন? কাছে এসো, ভাবছো মিছেই পর
আকাশে মেঘ জমেছে, ঝরছে অঝোর
দূরে কেন? কাছে এসো, ভাবছো মিছেই পর
তুমি বলো বাইরে তোমার মন বসে না

চলো দু'জনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান
আজ নেই তো পিছুটান

আজ দুঃখ ভোলার দিন
আজ মন হবে যে রঙিন
আজ প্রাণ খুলে শুধু গান হবে
সুখ হবে সীমাহীন

চলো দু'জনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান
আজ নেই তো পিছুটান



Credits
Writer(s): Ahmed Razeeb
Lyrics powered by www.musixmatch.com

Link