Ami Bhiru Dipshikha

আমি ভীরু দীপশিখা
ভয়ে ভয়ে কাঁপি
ও বাতাস, আমাকে নিভিয়ে দিও না
জ্বলুক এ বুক, ফাগুন, আগুন সরিয়ে নিও না
আমি-

বড়ো সাধ মনে, আলো দিয়ে যাব
বড়ো সাধ মনে, আলো দিয়ে যাব
কত সুখে পুড়ে মরণে হারাবো, মরণে হারাবো
ছোটো আশাটুকু তুমি ভাঙিও না

আমি-

আমি বড়ো একা, চিরদিনই একা
আমি বড়ো একা, চিরদিনই একা
রবো ক্ষণিকেরই নিয়তির লেখা, নিয়তির লেখা
কাছে এসে ভালোবেসে ভুলিও না

আমি-



Credits
Writer(s): Anupam Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link