Kanar Hat

গুরু গো...

বেদ-বিধির পর শাস্ত্র কানা
বেদ-বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার

এক কানা কয় আর এক কানারে
চলো এবার ভবপারে
এক কানা কয় আর এক কানারে
চলো এবার ভবপারে

নিজে কানা, পথ চেনে না
নিজে কানা, পথ চেনে না
পরকে ডাকে বারংবার

এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার

পণ্ডিত কানা অহংকারে
সাধু কানা অন বিচারে
পণ্ডিত কানা অহংকারে
মোড়ল কানা চোগলখোরে

আন্দাজে এক খুঁটি গেড়ে
আন্দাজে এক খুঁটি গেড়ে
জানে না সীমানা কার

এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার

কানায় কানায় ওলামেলা
বোবাতে খায় রসগোল্লা গো
আবার লালন বলে, "মদনা কানা"
লালন বলে, "মদনা কানা"
"ঘুমের ঘোরে দেয় বাহার"

এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার

বেদ-বিধির পর শাস্ত্র কানা
বেদ-বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link