Aamaar Badhu Maan Korechhey

আমার বঁধু মান করেছে
কথা সে আর কইবে না
করেছে আড়ি
আমার বঁধু মান করেছে
কথা সে আর কইবে না
করেছে আড়ি
আড়ি, আড়ি, আড়ি, আড়ি

মন উচাটন হয় যে আমার
কী দিয়ে তার মন পাবো?
বাজার থেকে শাড়ি এনে
তাই দিয়ে মান ভাঙাবো
বঁধু করেছে আড়ি
আড়ি, আড়ি, আড়ি, আড়ি

আমার বঁধু মান করেছে
কথা সে আর কইবে না
করেছে আড়ি

সোহাগ করতে গেছি তাকে
মুখ ফিরিয়ে লিয়েছে সে
সোহাগ করতে গেছি তাকে
মুখ ফিরিয়ে লিয়েছে সে

সাঁঝ বেলাতে চুল বাঁধেনি
চাঁদমুখে গেরণ লেগেছে?
সারা অঙ্গের গয়নাগাটি
রাগ করে খুলে ফেলেছে
মন হয়েছে ভারি

আমার বঁধু মান করেছে
কথা সে আর কইবে না
করেছে আড়ি
আড়ি, আড়ি, আড়ি, আড়ি

রাগের কারণ জানতে গেলে
চোখ দুটোতে উনুন জ্বলে
রাগের কারণ জানতে গেলে
চোখ দুটোতে উনুন জ্বলে

সে আগুনে পুড়ে যেতে
মনে আমার ভয় ধরেছে
এক দিকে সিনেমার টিকিট
দিলে তবে মান ভেঙেছে
বঁধুর ভেঙেছে আড়ি

আমার বঁধু মান করেছে
কথা সে আর কইবে না
করেছে আড়ি
আড়ি, আড়ি, আড়ি, আড়ি

আমার বঁধু মান করেছে
কথা সে আর কইবে না
করেছে আড়ি
আড়ি, আড়ি

করেছে আড়ি
আড়ি, আড়ি
করেছে আড়ি
আড়ি, আড়ি



Credits
Writer(s): Ansuman Roy, Dinendra Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link