Ovishopto Shoishob

নিয়ন আলোর মধ্যবৃত্তে
অন্তিম আঁধার খেলে
সমাধিত সব মূল্যবোধ
কিসের আশায় উদ্ভাসিত
বিকৃত চিত্তের প্রলয়ে
ঝরে পড়ে মানবতাবোধ

তুচ্ছ বিক্ষোভের দ্বারে
মুচকি হাসে নিয়তি
লজ্জিত বিবেক থিয়েটারে
ঝরে পড়া চোখের জ্যোতি
আহ্বানে সাড়া দেয়
রুদ্ধতাপের সন্ধিক্ষণে

চেনা শৈশবের ছবি ছিঁড়ে
অজানার পথে
উদ্দেশ্যহীন গন্তব্যে
কত রোদের তীব্র স্রোত
ছুটে এসেও বাধা পড়ে
ইট-কাঠের প্রগাঢ় কাননে

বয়ে চলে অভিশাপের নদী
অপেক্ষা ভাসিয়ে দেওয়ার
মুছে দিতে সভ্যতার এই মুখোশ
হৃদপিন্ডে জমতে থাকা
মেটাতে অস্থিরতা
খোঁজে বিকৃত মানব বিবর

আমার পৃথিবী অন্ধকার হয়ে আসে
আমার আকাশ ভারী হয়ে আসে
আমার পৃথিবী অন্ধকার হয়ে আসে
তোমরা আমার অধিকারের কথা বলো
তোমরা বলো আমরা সবার মতো
আমার আকাশ ভারী হয়ে আসে
তোমরা বলো এ মাটি সবার
তোমাদের জ্বালায় আমার খুব কাল
আমার পৃথিবী অন্ধকার হয়ে আসে
আমার আকাশ ভারী হয়ে আসে

জাগবে না ঘুমন্ত বিবেক
বুঝবে না এ প্রশ্নের উত্তর
অভিশপ্ত শৈশব কেবলই মলিন
ভাঙবে না অলস চোখের ঘুম
নামবে না আবার পথে
ভিড়বে না আবার বীরের বেশে
বিদ্রোহী রূপে

চেনা শৈশবের ছবি ছিঁড়ে
অজানার পথে
উদ্দেশ্যহীন গন্তব্যে
কত রোদের তীব্র স্রোত
ছুটে এসেও বাধা পড়ে
ইট-কাঠের প্রগাঢ় কাননে

আমার আকাশ ভারী হয়ে আসে



Credits
Writer(s): Bakhtiar Hossain, Bay Of Bengal
Lyrics powered by www.musixmatch.com

Link