Tora Dekhe Ja Amina Mayer Kole - Original

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ওই
কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ওই
আকাশ, গ্রহ, তারা পড়ে লুটে, কে এলো ওই

পড়ে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

মানুষে মানুষের অধিকার দিলো যে জন
"এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই," কহিলো যে জন
মানুষের লাগি চির-দীন বেশ নিলো যে জন
বাদশা ফকিরে এক শামিল করিলো যে জন

এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি

আজি মাতিলো বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link