Bhorer Bihanga Bhule Gyachhe

ভোরের বিহঙ্গ ভুলে গেছে গান
দুচোখে আঁধার মেখে দৃষ্টি উধাও
কি করে চিনবে, বলো, নিশি অবসান।
আকুল ডানায় তার শক্তি কোথায়
মুক্ত আকাশ নীল দূরে সরে যায়
মূল্য হারায় তার এতো অভিমান।
নিজেই জানেনা তার কি যে অপরাধ
হাহাকার করে যত অপূর্ণ সাধ
আজ ও তো সূর্য সেই ভোরে ই ওঠে
সূর্যমুখী বড় সাধেই ফোটে
আলো হারা কেন তার ভালোবাসা প্রাণ।।



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link