Chaitali Bela Seshe

চৈতালী বেলা শেষে যখন রাঙিয়ে গেলে আমার এই মন,
তখনো দেখিনি আমি আরো কি যে বলেছিল তোমার নয়ন, তোমার নয়ন
চৈতালী বেলা শেষে যখন রাঙিয়ে গেলে আমার এই মন,
তখনো দেখিনি আমি আরো কি যে বলেছিল তোমার নয়ন, তোমার নয়ন

এক রাশ ফুলে ফুলে যে সুর দিয়েছো ছড়িয়ে
আমি আজ তার সুধা নিয়েছি কুঁড়িয়ে,
এক রাশ ফুলে ফুলে যে সুর দিয়েছো ছড়িয়ে
আমি আজ তার সুধা নিয়েছি কুঁড়িয়ে,
আমার সাগরে ঢেউ আর ঢেউ এ লেগেছে দোলন
আমার সাগরে ঢেউ আর ঢেউ এ লেগেছে দোলন
চৈতালি বেলা শেষে যখন রাঙিয়ে গেলে আমরা এই মন,
তখনো দেখিনি আমি আরো কি যে বলেছিল তোমার নয়ন, তোমার নয়ন

এ ঝরাপাতার দিনে ডাকলে যখন আমাকে
বসন্ত বাহারে পাবো কি তোমাকে
এ ঝরাপাতার দিনে ডাকলে যখন আমাকে
বসন্ত বাহারে পাবো কি তোমাকে
পাওয়া না পাওয়ার এই আশা-নিরাশার মাঝে রয়েছি এখন
পাওয়া না পাওয়ার এই আশা-নিরাশার মাঝে রয়েছি এখন
চৈতালি বেলা শেষে যখন রাঙিয়ে গেলে আমরা এই মন,
তখনো দেখিনি আমি আরো কি যে বলেছিল তোমার নয়ন, তোমার নয়ন



Credits
Writer(s): Usha Dinanath Mangeshkar, Meena Khadikar
Lyrics powered by www.musixmatch.com

Link