Bhasa Re Jiban Tarani - Original

ভাসা রে জীবনতরণী ভবের সাগরে
ভাসা রে জীবনতরণী ভবের সাগরে
ওরে যাবি যদি ওপারের সেই অভয়নগরে
ভাসা রে জীবনতরণী ভবের সাগরে

যেন মনমাঝি তোর দিবানিশি রয় হলে বসে
আর ভজন-সাধন দাঁড়ি দুটো দাঁড় মারে কষে
তোর প্রেম-মাস্তুলের সাধুসঙ্গের পাল তুলে দে ভাই
বইবে সুখের বাতাস, চেয়ে দেখ তোর অদৃষ্টে মেঘ নাই

ভাসা রে জীবনতরণী ভবের সাগরে

ওরে হামেশা তুই দেখিস ধরম দিক-দশনের কাঁটা
আর তাক করে ভাই তালি দিস স্বভাবের ফুটোফাটা
তুই মাঝে মাঝে দেখতে পাবি পাপ-চুম্বকের পাহাড়
মাঝি, টের পাবি না, টেনে নিয়ে জোরে মারবে আছাড়

ওরে সেইটে ভারী কঠিন বিপদ, চোখ রেখে ভাই চলিস
আর মাঝি-তরী এক হয়ে ভাই মুখে হরি বলিস
ওরে এই পারে তোর বাসা রে ভাই, ওই পারে তোর বাড়ি
এই কথাগুলো খেয়াল রেখে জমিয়ে দে রে পাড়ি

ভাসা রে জীবনতরণী ভবের সাগরে
ওরে যাবি যদি ওপারের সেই অভয়নগরে
ভাসা রে জীবনতরণী ভবের সাগরে



Credits
Writer(s): Rajanikanta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link