Manopathe Elo Banaharini - Original

মনোপথে এল বনহরিণী
একি মনোহারিণী
তার সজল কাজল আঁখি
কেন তা নাহি জানি
কেন তা নাহি জানি
মনোপথে এল বনহরিণী

পথের বাঁশরি শুনি কি পথহারা
পথের বাঁশরি শুনি কি পথহারা
থাকি থাকি তাই চকিত দুটি তারা
কারে চাহ তুমি বন বিহারিনী
কারে চাহ তুমি বনবিহারিনী
কেন তা নাহি জানি
কেন তা নাহি জানি

মনোপথে এল বনহরিণী

থমকি থির একি বঙ্কিম ভঙ্গি
আছে কি এ প্রাঙ্গনে তব পেমসঙ্গী
থমকি থির একি বঙ্কিম ভঙ্গি
আছে কি এ প্রাঙ্গনে তব পেমসঙ্গী

কোথা যুথ তব, কোথা বনস্থালিনী
কোথা যুথ তব, কোথা বনস্থালিনী
আইলে হেথায়, জেনে কি পথ ভুলি
বন ছাড়ি কেন মন -বিষাদিনী
বন ছাড়ি কেন মন বিষাদিনী
কেন তা নাহি জানি
কেন তা নাহি জানি

মনোপথে এল বনহরিণী
একি মনোহারিণী
তার সজল কাজল আঁখি
কেন তা নাহি জানি
কেন তা নাহি জানি
মনোপথে এল বনহরিণী



Credits
Writer(s): Atulprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link