Ek Ekta Din

একেকটা দিন মসৃণ
ভোর থেকে শুরু করে রাতের শয্যায়

একেকটা দিন মসৃণ
ভোর থেকে শুরু করে রাতের শয্যায়
একেকটা দিন উঁচু-নীচু
কেউ নিলে পিছু
টোকা দিলে চুপিসারে কোণের দরজায়

একেকটা দিন মসৃণ
ভোর থেকে শুরু করে রাতের শয্যায়
একেকটা দিন উঁচু-নীচু
কেউ নিলে পিছু
টোকা দিলে চুপিসারে কোণের দরজায়

একেকটা দিন ঝড় ওঠে
সূর্যকে গ্রাস করে বিশাল প্রলয়
ডানা ঝাপটায় পাখি বন্ধ খাঁচায়
বন্ধ খাঁচায়

একেকটা দিন হিসেব-নিকেশ
মিলে যায় মোটামুটি, হাতে কিছু থাকে
একেকটা দিন হিসেব-নিকেশ
মিলে যায় মোটামুটি, হাতে কিছু থাকে

একেকটা দিন ওলট-পালট হতে থাকে সব
তোমাকে আমাকে ভীষণ অবাক করে ঘনায় তুফান
ধ্বংসের ডাক যেন guerrilla-র চিঠি
খাঁচার পাখিটা ডানা ঝাপটাতে থাকে
ঝাপটাতে থাকে

একেকটা দিন দারুণ রঙিন
প্রেমিকার ঠোঁট আর নিশানের লাল
একেকটা দিন দারুণ রঙিন
প্রেমিকার ঠোঁট আর নিশানের লাল

একেকটা দিন বড়ো বেরঙিন
অসুখের মতো আসে আমার সকাল
একেকটা দিন

একেকটা দিন রঙ-বেরঙ ফেরারী
ঝড়ের আঘাতে সব ভাঙে চুরমার
একেকটা দিন রঙ-বেরঙ ফেরারী
ঝড়ের আঘাতে সব ভাঙে চুরমার
বন্দী পাখিটা তার সাহসী ডানার
ঝাপ্টায় বলে, "এই ঝড় দরকারি"

ঝড় দরকারি
ঝড় দরকারি
ঝড় দরকারি
ঝড় দরকারি



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link