Aji Je Rajani Jaye

With mirth and laughter let old wrinkles come
And let my liver rather heat with wine
Than my heart cool with mortifying groans

আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে
আজি যে রজনী যায়
নয়নের জল ঝরিছে বিফল নয়নে
আজি যে রজনী যায়

এ বেশভূষণ লহো সখী, লহো
এ কুসুমমালা হয়েছে অসহ
এমন যামিনী কাটিল বিরহশয়নে

আজি যে রজনী যায়

বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি
আমি বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি
বহি বৃথা মন-আশা এত ভালোবাসা বেসেছি
শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন
ফিরিয়া চলেছি কোন সুখহীন ভবনে

আজি যে রজনী যায়

That ends this strange, eventful history
Is second childishness and mere oblivion
Sans teeth, sans eyes, sans taste, sans everything

ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর
ওগো ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর
যদি যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর
কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত
এবারের মতো বসন্ত গত জীবনে

আজি যে রজনী যায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link