Porome Poromo Janiya

পরমে পরম জানিয়া
পরমে পরম জানিয়া
পরমে পরম জানিয়া
পরমে
পরমে পরম জানিয়া

এসেছি হেথায়
তোমারই আজ্ঞায়
আদেশ করিবা মাত্র
আদেশ করিবা মাত্র
যাবো চলিয়া
পরমে পরম জানিয়া

পরমে, পরমে
পরমে
পরমে
পরমে পরম জানিয়া

কামে-ক্রোধে-লোভে-মোহে
ডরি না কভু
আমি যে দাশানুদাশ
তুমি যে প্রভূ

কামে-ক্রোধে-লোভে-মোহে
ডরি না কভু
আমি যে দাশানুদাশ
তুমি যে প্রভূ

এই কারণ-অকারণ
তোমারই সৃজন
এই কারণ-অকারণ
তোমারই সৃজন
আশ্চর্য হই না কভু
আশ্চর্য হই না কভু
এইসব দেখিয়া
পরমে পরম জানিয়া

পরমে, পরমে
পরমে
পরমে
পরমে পরম জানিয়া

তুমি পাপ, তুমি পুণ্য
সকলই তোমারই দান
আসন পাতিয়া আছ
হে বিশ্ব মানবপ্রাণ
খেলিছো পুতুল খেলা
হাসে তাই ভবা পাগলা
খেলিছো পুতুল খেলা
হাসে তাই ভবা পাগলা

চূড়ান্ত চালাক তুমি
চূড়ান্ত চালাক তুমি
আছো যে মিশিয়া
পরমে পরম জানিয়া

পরমে পরম জানিয়া
পরমে পরম জানিয়া
পরমে পরম জানিয়া, জানিয়া
পরমে
পরমে পরম জানিয়া



Credits
Writer(s): Bickram Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link