Chomke Chomke

চমকে চমকে ধীর ভীরু পায়
পল্লী-বালিকা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
চমকে চমকে ধীর ভীরু পায়
পল্লী-বালিকা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়

শাড়ি তার কাঁটালতায় জড়িয়ে জড়িয়ে যায়
শাড়ি তার কাঁটালতায় জড়িয়ে জড়িয়ে যায়
পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে
পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে
যেন তার তনুর পরশ চায়
যেন তার তনুর পরশ চায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়

চমকে চমকে ধীর ভীরু পায়
পল্লী-বালিকা বন পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়

শিরীষের পাতার নূপুর
বাজে তার ঝুমুর ঝুমুর
শিরীষের পাতার নূপুর
বাজে তার ঝুমুর ঝুমুর
কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরীতে
পাখি গায় পাতার ঝরোকায়
পাখি গায় পাতার ঝরোকায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়

চমকে চমকে ধীর ভীরু পায়
পল্লী-বালিকা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়

চাহি তার ওই নয়নে হরিণী লুকায় বনে
চাহি তার ওই নয়নে হরিণী লুকায় বনে
হাতে তার কাঁকন হতে মাধবীলতা কাঁদে
হাতে তার কাঁকন হতে মাধবীলতা কাঁদে
ভ্রমরা কুন্তলে লুকায়
ভ্রমরা কুন্তলে লুকায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়

চমকে চমকে ধীর ভীরু পায়
পল্লী-বালিকা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়
একেলা বন-পথে যায়



Credits
Writer(s): Kazi Nazrul Islam, Dilip Kumar Roy
Lyrics powered by www.musixmatch.com

Link