Bahire Bhul Bhangbe Jokhon

বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি
বাহিরে ভুল হানবে যখন
বিষাদবিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি
বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি
বাহিরে ভুল হানবে যখন

রৌদ্রদাহ হলে সারা নামবে কি ওর বর্ষাধারা
রৌদ্রদাহ হলে সারা নামবে কি ওর বর্ষাধারা
লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙে রাঙবে কি

বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি
বাহিরে ভুল হানবে যখন

যতই যাবে দূরের পানে
বাঁধন ততই কঠিন হয়ে টানবে না কি ব্যথার টানে
যতই যাবে দূরের পানে
বাঁধন ততই কঠিন হয়ে টানবে না কি ব্যথার টানে

অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে
অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে
নয়নজলের আবেগ তখন কোনোই বাধা মানবে কি

বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি
বাহিরে ভুল হানবে যখন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link