Galphulani Khukumoni

গাল ফুলুনি খুকুমণি খায় বকুনি রোজ
স্বপ্ন রাতের ঘুমের সাথে
ভোর হলে হয় নিখোঁজ
দড়ি ছেড়ে পরির ভিড়ে সব কেমন সুন্দর
ঝলকে চোখে পড়লো আলো
ঘুম ভাঙালো ভোর

রাতই ভালো বড্ড ভালো
রংমশাল জ্বালে, আঁকিবুঁকি ছবির উঁকি
মন বনাঞ্চলে
চোখ রাঙানো চোখ এড়িয়ে
একলা রাতের খোঁজ

গাল ফুলুনি খুকুমণি খায় বকুনি রোজ
স্বপ্ন রাতের ঘুমের সাথে
ভোর হলে হয় নিখোঁজ

ভাল লাগে না, লাগে না আর
ঝলমলে দিন, দিনের বাহার
তাই চাঁদের পাহাড়ায় ঝিমলি নদীর পার
ঝকঝকে জলে ভেসে ভেসে মন
বুকে নদী কূলকূুল যখন
দে না ডুব অপরূপ স্বপ্নে হারাক মন

শুধু জল্পনা কল্পনা টল্পনা
পুরো দিনটা যেন এক জেলাখানা
তাই সকালে টালবাহানা ঘুমোনোর গরজ

গাল ফুলুনি খুকুমণি খায় বকুনি রোজ
স্বপ্ন রাতের ঘুমের সাথে
ভোর হলে হয় নিখোঁজ

মনে মনে খুকুমণি নিশ্চিত
বড়ো হলে বদলে যাবে চারদিক
রাতগুলো দিনগুলো করবে ঝিকঝিক
অন্ধকারে ভাবনা বুকে তোলপাড়
ভেবে ভেবে গাল ফুলে মুখ ভার
রাত্রেকে দিনটাকে দিক না স্বপ্ন ধার

না না দিচ্ছে না দিচ্ছে না
ভোর হাত পেতে স্বপ্ন নিচ্ছে না
রঙিন স্বপ্ন রাতের বুঝি করবে না খরচ

গাল ফুলুনি খুকুমণি খায় বকুনি রোজ
স্বপ্ন রাতের ঘুমের সাথে
ভোর হলে হয় নিখোঁজ

দড়ি ছেড়ে পরির ভিড়ে সব কেমন সুন্দর
ঝলকে চোখে পড়লো আলো
ঘুম ভাঙালো ভোর

রাতই ভালো বড্ড ভালো
রংমশাল জ্বালে, আঁকিবুঁকি ছবির উঁকি
মন বনাঞ্চলে
চোখ রাঙানো চোখ এড়িয়ে
একলা রাতের খোঁজ



Credits
Writer(s): Tapan Sinha, Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link