Kar Jeno Ei Moner Bedon

কার যেন এই মনের বেদন
কার...
চৈত্রমাসের উতল হাওয়ায়
কার...
ঝুমকোলতার চিকন পাতা
কাঁপে রে কার চমকে চাওয়ায় উতল হাওয়ায়
কার...

হারিয়ে-যাওয়া কার সে বাণী
কার...
কার সোহাগের স্মরণখানি
আমের বোলের গন্ধে মিশে
কাননকে আজ কান্না পাওয়ায় উতল হাওয়ায়
কার...

কাঁকন দুটির রিনিঝিনি
কার বা এখন মনে আছে
সেই...
সেই কাঁকনের ঝিকিমিকি
পিয়ালবনের শাখায় নাচে উতল হাওয়ায়

যার চোখের ওই আভাস দোলে
নদী ঢেউয়ের কোলে কোলে
তার...
তার সাথে মোর দেখা ছিল
সেই সেকালের তরী বাওয়ায় উতল হাওয়ায়
কার...
কার যেন এই মনের বেদন
কার...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link