Sarabela Aaj Ke Dake - Original

সারাবেলা আজি কে ডাকে
বাঁশরীর সুরে মন রাখে
থমকি, চমকি, গরবী, করবী
আমার পথে কেন ঝরে থাকে
সারাবেলা আজি কে ডাকে
বাঁশরীর সুরে মন রাখে
থমকি, চমকি, গরবী, করবী
আমার পথে কেন ঝরে থাকে
সারাবেলা আজি কে ডাকে

বারে বারে পিছু ফিরে চাই
চেয়ে দেখি কেউ কোথা নাই
বারে বারে পিছু ফিরে চাই
চেয়ে দেখি কেউ কোথা নাই
কেন সে অকারণ ডাকে গো আমায়
জানি না সে কি বলিতে চায়

থমকি, চমকি, গরবী, করবী
আমার পথে কেন ঝরে থাকে
সারাবেলা আজি কে ডাকে

তারই সুরে আজ যেন গাহিছে পাখি, গাহিছে পাখি
ফুলে ফুলে দুলে দুলে কারে যে অলি ফিরিছে ডাকি
গাহিছে পাখি
তারই সুরে আজ যেন গাহিছে পাখি, গাহিছে পাখি
ফুলে ফুলে দুলে দুলে কারে যে অলি ফিরিছে ডাকি
গাহিছে পাখি

মন নিয়ে এ কি খেলা তার
ছলনাতে কত ভুলি আর
মন নিয়ে এ কি খেলা তার
ছলনাতে কত ভুলি আর
পথে যেতে আমারে সে কেন গো থামায়
তারে খুঁজে দিন চলে যায়

থমকি, চমকি, গরবী, করবী
আমার পথে কেন ঝরে থাকে

সারাবেলা আজি কে ডাকে
বাঁশরীর সুরে মন রাখে
থমকি, চমকি, গরবী, করবী
আমার পথে কেন ঝরে থাকে
সারাবেলা আজি কে ডাকে



Credits
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link