Jani Palte Jaye

জানি পাল্টে যায় সময় সবারই
হয়তো নিয়মই তাই, হয়তো নয়
মনও পাল্টে নেয় নিজের ঘরবাড়ি
হয়তো বদলে সে যায়, হয়তো নয়

Pocket-এ বন্দি থাক পুরনো বন্ধুতা
বালিশে মুখ লোকাক যত কথার কথা

জানি পাল্টে যায় সময় সবারই
হয়তো নিয়মই তাই, হয়তো নয়

কার কাছে দেওয়া কার কথা
দেয়ালে হয়েছে লেখাজোখা
তুই ভয় পেলেই আমি যুদ্ধে নেই
হয়েতো তাই রয়েছে ফিরে দেখা

Pocket-এ বন্দি থাক পুরনো বন্ধুতা
বালিশে মুখ লোকাক যত কথার কথা

জানি পাল্টে যায় সময় সবারই
হয়তো নিয়মই তাই, হয়তো নয়

আন্দাজে যাই আমি ঢিল ছুঁড়ে
কোনদিকে কে জানে যাবে শেষে
সব কাজেই যেন যাই হেরে
হয়তো সেটাই বেছেছি ভালোবেসে

Pocket-এ বন্দি থাক পুরনো বন্ধুতা
বালিশে মুখ লোকাক যত কথার কথা

জানি পাল্টে যায় সময় সবারই
হয়তো নিয়মই তাই, হয়তো নয়
মনও পাল্টে নেয় নিজের ঘরবাড়ি
হয়তো বদলে সে যায়, হয়তো নয়

Pocket-এ বন্দি থাক পুরনো বন্ধুতা
বালিশে মুখ লোকাক যত কথার কথা
Pocket-এ বন্দি থাক পুরনো বন্ধুতা
বালিশে মুখ লোকাক যত কথার কথা



Credits
Writer(s): Prasenjit Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link