Oi Dyakho

ওই দেখ ছিঁড়ে যাওয়া মেঘ ছুঁয়েছে আবেগ
প্রতি ফোঁটায় ঝরে তোমারি কথা
দূর কোনো নীল নদীজল, ঢেউ ছলছল
হৃদয় ভাসায়, বলে তোমারি কথা

কেউ জানে না কী করে
কোন কথা মন ছুঁলো কার
কান পাতো প্রাণ-গভীরে
এই বোকা কান প্রতিবার

ওই দেখো সূর্য-সোনায় প্রতিটা কণায়
কানায় কানায় ভরে তোমারি কথা
ওই দেখো সূর্য-সোনায় প্রতিটা কণায়
কানায় কানায় ভরে তোমারি কথা

ঠোঁট থেকে লাল মেখে নীল
ফের কোনো রোদ হবে চিল
নেই মানা, নেই ডানা তার
ঘর থেকে পথ একাকার

ওই শোনো বেজেছে আবার গিটারের তার
আমার হৃদয়পুরে তোমারি কথা
ওই শোনো বেজেছে আবার গিটারের তার
আমার হৃদয়পুরে তোমারি কথা



Credits
Writer(s): Saikat Kundu, Amit Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link