Thikaanaa Haariye Phyalaa (From "Putul Ghar")

ঠিকানা হারিয়ে ফেলা
পথভোলা পান্থ যে আমরা
সোনার হরিণটাকে
খুঁজে খুঁজে ক্লান্ত যে আমরা
ঠিকানা হারিয়ে ফেলা
পথভোলা পান্থ যে আমরা

কি নেশার তৃষা নিয়ে ছুটলাম
সুখের স্বপ্ন দেখে নিজেকে ভুলিয়ে রেখে
পাথরে যে মিছে মাথা কুটলাম
পেয়েও পেলাম না সবুজ বনান্ত যে আমরা

ঠিকানা হারিয়ে ফেলা
পথভোলা পান্থ যে আমরা

আলেয়ার ছলানায় ভুললাম
জীবন্মৃত ফেলে মরণের বিষ ঢেলে
প্রাণের পেয়ালা ভরে তুললাম
ভুলকে সত্যি ভেবে নিজ দোষে ভ্রান্ত যে আমরা

ঠিকানা হারিয়ে ফেলা
পথভোলা পান্থ যে আমরা



Credits
Writer(s): Anupam Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link