Asamoy

সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ
শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়
সময় যা ছিল হাতে সবটাই নিঃশেষ
পড়ে আছে শুধুই অজস্র অসময়
তাই হলদে পাখীরা এই শহরে আর ফিরে আসেনা
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়
সেই ন্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসেনা
বেড়ে গ্যাছে রাতারাতি বয়স, অসময়
তাই বৃষ্টি নামলে পরে মন আর জুড়িয়ে যায়না
শুধু চ্যাপছয়াপে কাঁদা আর প্যাঁচপ্যাঁচে সংশয়
কারও মুখে আর কোন মিষ্টি হাসি মানায়ানা
তেতো হয়ে গ্যাছে সব হঠাৎ, অসময়
তাই কোনদিন যদি একা একা একা জানলার পাশে
কোন খয়েরী বিকেলবেলা কান্না পেয়ে যায়
নিয়ে কথার ছলে শ্যাওলায় ভেজা গানটা আমার
ফিরে আসব তোমার কাছে হঠাৎ অসময়
আজ বৃষ্টি নামবে বলে বেড়ে গ্যাছে তাড়াহুড়ো সকলের
ভাসবেনা নীল কাগজের নৌকো নালায়
আজ তাড়াহুড়ো করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ
ভেসে যাবে শরীর, আবার অসময়
তাই স্যাঁতস্যাঁতে সকলের ঘরদোর, চৌকাঠ
রোদের রং শুধু বদলায় আকাশের গায়
মনের ভেতর সব হয়ে গ্যাছে অকারণ ফ্যাকাশে
বিস্বাদে ভরা চোখ দেখে যায়, অসময়
তাই হলদে পাখীরা এই শহরে আর ফিরে আসেনা
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়
সেই ন্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসেনা
বেড়ে গ্যাছে রাতারাতি বয়স, অসময়
তাই কোনদিন যদি একা একা একা জানলার পাশে
কোন খয়েরী বিকেলবেলা কান্না পেয়ে যায়
কথার ছলে এই গানটা তোমার কাছে
নিয়ে আসব ফিরে হঠাৎ অসময়
আমি আসব ফিরে হঠাৎ অসময়
আমি আসব ফিরে সময় অসময়
নিয়ে আসব ফিরে হঠাৎ অসময়...



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link