Canticle

তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোনে
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে
সেই চিঠি যত লেখা থাকে একা একা
সেই গানের না শোনা সুর আঁকা একা একা
ছুঁয়ে যায়ে তবু কখন এসে
যদি বলি সে সবই তোমারি
একা চিঠি একা একা গান
Saiyaan... Saiyaan... Saiyaan

আমি আমিতে ভাসিনি কোনদিনও নীলে
তুমি তোমার দুচোখে সেই নীল ছুলে
আজও আমার সারাটা নীল থাকে একা একা
সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা
ছুঁয়ে যায়ে তবু কখন এসে
যদি বলি সে সবই তোমারি
দু চোখে ভেসে যাওয়া নীল আমার
Saiyaan... Saiyaan... Saiyaan

তোমার সাথে খেলার ছলে
তোমার কথাই ছিলাম ভুলে
সেই খেলা নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে
আজ খেলা শেষে এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়
আজ এতো আলো এ আঁধারে
এ মন তোমাকেই ছুঁতে চায়
Saiyaan... Saiyaan... Saiyaan

তুমি ছিলে তোমার সাথে
একলা চাঁদে একলা রাতে
আমি আমায় নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে
আজ একা একা এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়
আজ এতো আলো এ আঁধারে
এ মন তোমাকেই পেতে চায়
Saiyaan... Saiyaan... Saiyaan



Credits
Writer(s): Emma Holmer, Martin Landqvist
Lyrics powered by www.musixmatch.com

Link