Cholechhe Tarani Prosadpabane

চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এসো হে শান্তিভবনে এ ভবসংসারে ঘিরেছে আঁধারে, কেন রে ব'সে হেথা ম্লানমুখপ্রাণের বাসনা হেথায় পূরে না, হেথায় কোথা প্রেম কোথা সুখ
এ ভবকোলাহল, এ পাপহলাহল, এ দুখশোকানল দূরে যাক
সমুখে চাহিয়ে পুলকে গাহিয়ে চলো রে শুনে চলি তাঁর ডাকবিষয়ভাবনা লইয়া যাব না, তুচ্ছ সুখদুখ প'ড়ে থাক
ভবের নিশীথিনী ঘিরিবে ঘনঘোরে, তখন কার মুখ চাহিবে
সাধের ধনজন দিয়ে বিসর্জন কিসের আশে প্রাণ রাখিবে।



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link