Tomai Cheye Achhi

তোমায় চেয়ে আছি বসে, আছি বসে পথের ধারে, সুন্দর হে
জমল ধুলা প্রাণের বীণার তারে, বীণার তারে তারে, সুন্দর হে

নাই যে কুসুম, মালা গাঁথব কিসে
কান্নার গান বীণায় এনেছি যে
দূর হতে তাই শুনতে পাবে পাবে গো অন্ধকারে, সুন্দর হে
জমল ধুলা প্রাণের বীণার তারে, বীণার তারে তারে, সুন্দর হে

দিনের পরে দিন কেটে যায় কেটে যায়, সুন্দর হে
মরে হৃদয় কোন পিপাসায় পিপাসায়, সুন্দর হে

শূন্য ঘাটে আমি কী যে করি
রঙিন পালে কবে আসবে তরী
পাড়ি দেব কবে সুধারসের পারাবারে, সুন্দর হে
জমল ধুলা প্রাণের বীণার তারে, বীণার তারে তারে, সুন্দর হে

তোমায় চেয়ে আছি বসে, আছি বসে পথের ধারে, সুন্দর হে
জমল ধুলা প্রাণের বীণার তারে, বীণার তারে তারে, সুন্দর হে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link