Hridoy Kompon (Vinyl Mix)

তোর প্রতি নিশ্বাসে
বাজে কোন এক সুর মাতোয়ারা
ঝড় জলে আমাদের সেই ভিজে ঘরে ফেরা
মৃদু তোর ছোঁয়াতে
আছে সাত জন্মের ভালোবাসা
ভয় হয় যদি ঘুম থেকে উঠে দেখি
সবটাই স্বপ্নমায়া

কতোদিন পারবো এমন ভালোবাসতে
যতোদিন ঢেউ ভাঙবে বালুচরে
যদি আজ সারা পৃথিবী ভেঙে পড়ে
সুখের আশ্রয় তোর হৃদয়কম্পনে
জড়িয়ে রাখবো কাছে তোকে
ভিজবো কালবৈশাখী বৃষ্টিতে
চোখ বন্ধ করে সব শেষে
থাকতে চাই তোর হৃদয়কম্পনে...

চাই তোর সাথে
একসাথে সত্তোরে পা দিতে
হয়তো কোনো পাহাড় মাঝে
ছোট ঘর হবে আমাদের
লোকেরা আমাদের নিয়ে
কতো কথা বলতে থাকে
বুঝবে না তারা কোনোদিন
এই ভালোবাসার মানে

কতোদিন পারবো এমন ভালোবাসতে
যতোদিন ঢেউ ভাঙবে বালুচরে
যদি আজ সারা পৃথিবী ভেঙে পড়ে
সুখের আশ্রয় তোর হৃদয়কম্পনে
জড়িয়ে রাখবো কাছে তোকে
ভিজবো কালবৈশাখী বৃষ্টিতে
চোখ বন্ধ করে সব শেষে
থাকতে চাই তোর হৃদয়কম্পনে...

তোর পাশে বসে শান্তির অনুভূতি
শুনবো তোর আধো আধো কথার নালিশ,
সব ঝুঁকি আজ আমি নিতে রাজি
যদি তুই কাঁধে মাথাটা রাখিস

কতোদিন পারবো এমন ভালোবাসতে
যতোদিন ঢেউ ভাঙবে বালুচরে
যদি আজ সারা পৃথিবী ভেঙে পড়ে
সুখের আশ্রয় তোর হৃদয়কম্পনে
জড়িয়ে রাখবো কাছে তোকে
ভিজবো কালবৈশাখী বৃষ্টিতে
চোখ বন্ধ করে সব শেষে
থাকতে চাই তোর হৃদয়কম্পনে...



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link