Aamar Aponar Cheye

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়

আমি শুনি যেন তার চরণের ধ্বনি
শুনি যেন তার চরণের ধ্বনি
আমার তিয়াসী বাসনায়

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়

আমারি মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল তিয়াসে
আমারি মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল তিয়াসে

কভু সে চকোর সুধা-চোর আসে
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়

আমারি মনের পিয়াল তমালে
হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম

আমারি মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলী-উজল অভিরাম

আমারি রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া

আমারি রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া

সে-মালা সহসা দেখিনু জাগিয়া
সে-মালা সহসা দেখিনু জাগিয়া

আপনারি গলে দোলে হায়

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়

আমি শুনি যেন তার চরণের ধ্বনি
শুনি যেন তার চরণের ধ্বনি
আমার তিয়াসী বাসনায়

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়



Credits
Writer(s): Anup Jalota, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link