Raater Tara

রাতের তারা তোমায় ছাড়া বেশ তো ছিলাম এই ঢাকাতে
সাঁঝবিকেলে একাই এলে বললে যাবো তোমার সাথে
আঙুল ধরে খুঁজেছিলাম নিজের করে একটু আড়াল
অনেক দূরে সন্ধ্যে জুড়ে এল প্রথম বসন্ত কাল

চোখের বালি উপড়ে ঢালি মেহেদীরং মারুবেহাগ
কাঁচের চুড়ি ইলশেগুঁড়ি বৃষ্টিধোয়া রাগ অনুরাগ
মুখোমুখি দু'কাপ কফি নিয়ে বসি ব্যালকনিতে
ঠোঁটের তিলে বলেছিলে ভয়টা কিসের হৃদয় দিতে

কিন্তু হৃদয় একাকী হয় যখন বল যাচ্ছি তবে
ফেরারী মন ঢেউয়ের মতন ভাবে কখন আমার হবে
ভীষন কঠিন সমস্তদিন একলা ঘরের বিষন্নতা
কোথায় থাকো লুকিয়ে রাখো নিজের সকল মনের কথা

বৃষ্টি হওয়া রাস্তা ধোয়া পেরিয়ে এলে আমার কাছে
বললে এসে স্নিগ্ধ হেসে এ মুখ দেখে পরাণ বাঁচে
রাতের তারার কথামালায় উঠে ফুটল আলো
বুকের ভিতর আমায় রেখে সন্ধ্যাকাশে প্রদীপ জ্বালো



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link