Kemon Acho

কতকালের সেই ঠিকানায়
আমার স্মৃতির একটি পাতায়
কেমন আছো?
আগের মতোই রিকশা থেকে
নামছো তুমি আমায় দেখে
কেমন আছো?

কতকালের সেই ঠিকানায়
আমার স্মৃতির একটি পাতায়
কেমন আছো?
আগের মতোই রিকশা থেকে
নামছো তুমি আমায় দেখে
কেমন আছো?

এখনও সেই পাঞ্জাবিটা
হারিয়ে যাওয়া সেই চাবিটা
কেমন আছো?
অ্যালবামে ছোটোবেলার ছবি
স্মৃতিতে মাহমুদুন্নবী
কেমন আছো?

এখনও সেই পাঞ্জাবিটা
হারিয়ে যাওয়া সেই চাবিটা
কেমন আছো?
অ্যালবামে ছোটোবেলার ছবি
স্মৃতিতে মাহমুদুন্নবী
কেমন আছো?

ক্লাস পালিয়ে দেখা হত
দেখতে দেখতে সময় যেত
কেমন আছো?
ঝিলের ধারে হঠাৎ বিকেল
শুইয়ে রাখা বাইসাইকেল
কেমন আছো?

ক্লাস পালিয়ে দেখা হত
দেখতে দেখতে সময় যেত
কেমন আছো?
ঝিলের ধারে হঠাৎ বিকেল
শুইয়ে রাখা বাইসাইকেল
কেমন আছো?

আসিফ আসত ছুটির দিনে
স্কুলের বন্ধু রাস্তা চিনে
কেমন আছো?
সারা সকাল আড্ডা দিতে
রাজনীতিরও খবর নিতে
কেমন আছো?

আসিফ আসত ছুটির দিনে
স্কুলের বন্ধু রাস্তা চিনে
কেমন আছো?
সারা সকাল আড্ডা দিতে
রাজনীতিরও খবর নিতে
কেমন আছো?

তর্ক হত, চড়ত গলা
উঁকি দিতেন বাড়িওয়ালা
কেমন আছো?
মাস গেলে থোক মাইনে নিয়ে
রাখতে কিছু ব্যাংকে গিয়ে
কেমন আছো?

তর্ক হত, চড়ত গলা
উঁকি দিতেন বাড়িওয়ালা
কেমন আছো?
মাস গেলে থোক মাইনে নিয়ে
রাখতে কিছু ব্যাংকে গিয়ে
কেমন আছো?

জমা-খরচ হিসেবনিকেশ
কোথায় শুরু, কোথায় বা শেষ
কেমন আছো?
অনেক বছর পেরিয়ে এলাম
হঠাৎ তোমার দেখা পেলাম
কেমন আছো?

জমা-খরচ হিসেবনিকেশ
কোথায় শুরু, কোথায় বা শেষ
কেমন আছো?
অনেক বছর পেরিয়ে এলাম
হঠাৎ তোমার দেখা পেলাম
কেমন আছো?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link