Mama Mayamoy Swapane

মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে
বিধুর মধুর স্বরে কে এলো, কে এলো সহসা
মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে
বিধুর মধুর স্বরে কে এলো, কে এলো সহসা
যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে
যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ
হাসিল তমসা কে এলো, কে এলো সহসা
মম মায়াময় স্বপনে

অচেনা সুরে কেন ডাকে সে মোরে
অচেনা সুরে কেন ডাকে সে মোরে
এমন করে ঘুমের ঘোরে
নব নীরদ-ঘন-শ্যামল
নব নীরদ-ঘন-শ্যামল কে এ চঞ্চল
হেরিয়া তৃষিত প্রাণ হলো সরসা

কে এলো, কে এলো সহসা
মম মায়াময় স্বপনে

কভু সে অন্তরে কভু দিগন্তরে
কভু সে অন্তরে কভু দিগন্তরে
এই সোনার মৃগ ভুলাতে আসে মোরে
দেখেছি ধ্যানে যেন এই সে সুন্দরে
দেখেছি ধ্যানে যেন এই সে সুন্দরে
শুনেছি ইহারি বেণু প্রাণ-বিবশা
কে এলো, কে এলো সহসা

মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে
বিধুর মধুর স্বরে কে এলো, কে এলো সহসা
যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে
যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ
হাসিল তমসা কে এলো, কে এলো সহসা
মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে
বিধুর মধুর স্বরে কে এলো, কে এলো সহসা
মম মায়াময় স্বপনে

মম মায়াময় স্বপনে
মম মায়াময় স্বপনে
মম মায়াময় স্বপনে
মম মায়াময় স্বপনে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link