Shotti Bolchhi

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসিনা
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না

এখন তোমার জন্য আমার কোন সময় নেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসিনা
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা

এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুবতারা
বৃষ্টি সঙ্গী করে, ভালো আছি তোমায় ছাড়া
এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুবতারা
বৃষ্টি সঙ্গী করে, ভালো আছি তোমায় ছাড়া

সময় পেলে উদাস মনে দেখি জোছনা
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসিনা
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা

এখন আমার সঙ্গী গিটার, সুরের ডানা মেলা
ইচ্ছে সঙ্গী করে, ভালো আছি তোমায় ছাড়া
এখন আমার সঙ্গী গিটার, সুরের ডানা মেলা
ইচ্ছে সঙ্গী করে, ভালো আছি তোমায় ছাড়া

সময় পেলে উদাস মনে দেখি জোছনা
তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসিনা
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা

সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না

এখন তোমার জন্য আমার কোন সময় নেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই



Credits
Writer(s): Kazi Muyeed Shahriar Shiraz
Lyrics powered by www.musixmatch.com

Link