Arun Mitra - Original

পৃথিবী দেখছে আমাদের মুখে
বেলা অবেলার প্রতিচ্ছবি
নতুন একটা কবিতা পড়তে
উঠে দাঁড়ালেন প্রবীণ কবি।

উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
পুরানো মাটিতে গাছের চারা
সে উত্থান দেখে নেয় শুধু
মহাজীবনের সঙ্গী যারা।

উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
বন্দিনী এক বাঘিনী চিতা
চিড়িয়াখানায় অসহায় তবু
উঠে দাঁড়ানোয় অপরাজিতা।

উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
সাধারণ লোক হঠাৎ রুখে
অনেককালের চাপা বিদ্রোহ
ফাটলো এবার ক্লান্ত বুকে।

উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
প্রেমিক প্রেমিকা বুকের জোরে
দুঃখগুলোকে রেখে দেয় তারা
আদরে আদরে বুকের ভিতরে।

উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
সন্তান-হারা-মায়ের-বাঁচা,
একদিন ভোরে খুলে দেনতিনি
জোড়া মুনিয়ার ছোট্টো খাঁচা।

উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
চেনা কবিতায় অচেনা শব্দ
আবেগের কোনো অভিধান নেই
তাই বেরসিক পাঠক জব্দ।

উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ালেন
জমকালো মেঘে বকের ডানা
সহজ সরল কারণে আকাশ
মুলতবি রাখে বিজলি হানা।

অতর্কিতেই আকাশ আনলো
বিদ্যুৎময় আলোকচিত্র
নতুন একটা কবিতা পড়তে
উঠে দাঁড়ালেন অরুণ মিত্র ।



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link