Graham Stuart Stains

ঐ তো মানুষ ধর্মের কথা বলছে
আগুনে তিনটি মানুষের দেহ জ্বলছে
ঐ তো মানুষ ধর্মের কথা বলছে
আগুনে তিনটি মানুষের দেহ জ্বলছে
কেওনঝাড়ের আদিবাসীদের গ্রামে
বজরং দল মানুষ পোড়াতে নামে
বজরং দল মানুষ পোড়াতে নামে

ঐ তো কেমন ধর্মের ধ্বজা ওড়ে
আগুনে তিনটি মানুষের দেহ পোড়ে
ঐ তো কেমন ধর্মের ধ্বজা ওড়ে
আগুনে তিনটি মানুষের দেহ পোড়ে
হাতের সঙ্গে দুই না বালক-ছেলে
বজরং দল দিয়েছে আগুন জ্বেলে
বজরং দল দিয়েছে আগুন জ্বেলে

ঐ তো কেমন ধর্মের ভগ্নাংশ
গন্ধ ছড়ায় মানুষের পোড়া মাংস
ঐ তো কেমন ধর্মের ভগ্নাংশ
গন্ধ ছড়ায় মানুষের পোড়া মাংস
পুড়ছে ছেলেরা, পুড়ছে তাদের বাপ
ধর্ম নিচ্ছে বেধর্মীদের মাপ

ঐ তো কেমন ধর্মের খাঁটি দর্শন
সহজেই হয় ধর্মযাজিকা ধর্ষণ
ঐ তো কেমন ধর্মের খাঁটি দর্শন
সহজেই হয় ধর্মযাজিকা ধর্ষণ
কে ছিল হিন্দু, কে হলো খ্রিষ্টান
কে হলো বৌদ্ধ, কে হলো মুসলমান

ঐ তো কেমন ঘৃণার ঘৃণ্য আইন
শহিদ হলেন Graham Stuart Staines
ঐ তো কেমন ঘৃণার ঘৃণ্য আইন
শহিদ হলেন Graham Stuart Staines
থেকেছেন তিনি কুষ্ঠ রোগীর পাশে
তাঁর ধর্মটা মানুষকে ভালোবাসে

আমার ধর্ম তোমায় জানিয়ে যাই
গানের দিব্যি আমি প্রতিশোধ চাই
আমার ধর্ম তোমায় জানিয়ে যাই
গানের দিব্যি আমি প্রতিশোধ চাই
আমার বোধের হাতিয়ারে শান দিয়ে
পুড়ছি আমিও তোমায় সঙ্গে নিয়ে

পুড়ছি আমিও তোমায় সঙ্গে নিয়ে
পুড়ছি আমিও তোমায় সঙ্গে নিয়ে



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link