Mon Cholo Nijo Niketane

ঈশ্বর, পূর্ণ স্বরূপ
তিনি দান করেন অন্তহীন আশা
অতল গভীর আশ্বাস
অবিচ্ছিন্ন প্রেরণা
তিনি আস্তিকের অস্তি
নাস্তিকের নাস্তি
শূন্যবাদীর শূন্য
অদ্বৈত বাদীর অদ্বৈত
তবু কেন মন কক্ষনো কক্ষনো
মানে না মনের শাসন
ভ্রমের বশে কেন বিষয় পঞ্চকে নিমগ্ন হয় মন
প্রশ্নের ঝড় ছিল নরেন্দ্রনাথেরও মনে
আর ঠাকুরের সঙ্গে তার যোগাযোগ তো
করুনাময়েরই অভিপ্রায়
দুজনের নিবিড় সম্পর্ক স্থাপনে
সাহায্য করেছিল সঙ্গীতের মহা মন্ত্র
স্বামীজীর সুমধুর গানে আকৃষ্ট হন ঠাকুর
সে গান মুক্ত ফেলে মুক্তি খোঁজার সাধনা
ওরে বিহঙ্গ ঘোরা হল অনেকটা আকাশ
এবার, এবার তো ঘরে ফেলার পালা

মন চলো নিজ নিকেতনে
মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীর বেশে
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে
মন চলো নিজ নিকেতনে
মন চলো নিজ নিকেতনে

বিষয় পঞ্চক আর ভূতগণ
সব তোর পর কেহ নয় আপন
বিষয় পঞ্চক আর ভূতগণ
সব তোর পর কেহ নয় আপন

পরপ্রেমে কেন হয়ে অচেতন
পরপ্রেমে কেন হয়ে অচেতন
ভুলিছ আপনজনে

মনো চলো নিজ নিকেতনে
মনো চলো নিজ নিকেতনে

সত্যপথে মন কর আরোহণ
প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ
সত্যপথে মন কর আরোহণ
প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ

সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
গোপনে অতি যতনে

মনো চলো নিজ নিকেতনে
মনো চলো নিজ নিকেতনে

লোভ মোহ আদি পথে দস্যুগণ
পথিকের করে সর্বস্ব মোষণ
লোভ মোহ আদি পথে দস্যুগণ
পথিকের করে সর্বস্ব মোষণ

পরম যতনে রাখো হে প্রহরী
পরম যতনে রাখো হে প্রহরী
শম,দম দুইজনে

মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে
মন চলো নিজ নিকেতনে
মন চলো নিজ নিকেতনে



Credits
Writer(s): Ajodhanath Pakrashi
Lyrics powered by www.musixmatch.com

Link