Baro Abhiman Kore

বড়ো অভিমান করে চলে গেছ
আর বলে গেছ ফিরে আসবে না

বড়ো অভিমান করে চলে গেছ
আর বলে গেছ ফিরে আসবে না
বড়ো অভিমান করে চলে গেছ
আর বলে গেছ ফিরে আসবে না
আমি জানি হার মানবেই
তবু দূরে থাকা ভালোবাসবে না

অভিমান করে চলে গেছ
আর বলে গেছ ফিরে আসবেনা

তাই তো আমি পাই না ভয়
চাই না পথ, কোনো সময়

তাই তো আমি পাই না ভয়
চাই না পথ, কোনো সময়
আমি না কাঁদালে, হাসালে
তুমি কাঁদবে না, হাসবে না

অভিমান করে চলে গেছ
আর বলে গেছ ফিরে আসবে না

আমার তো সেই কথা
হয় তোমায় কিছু বলা
নাহয় অখণ্ড নীরবতা
আমার তো সেই কথা
হয় তোমায় কিছু বলা
নাহয় অখণ্ড নীরবতা

একা তো কথা হয় না তাই
গানের সুরে নিয়েছি ঠাঁই

একা তো কথা হয় না তাই
গানের সুরে নিয়েছি ঠাঁই
আরো কতদিন কে জানে
তুমি ফিরে আসার স্রোতে ভাসবে না

অভিমান করে চলে গেছ
আর বলে গেছ ফিরে আসবে না
আমি জানি হার মানবেই
তবু দূরে থাকা ভালোবাসবে না
অভিমান করে চলে গেছ
আর বলে গেছ ফিরে আসবে না



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link